ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চমেকে আরো এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

চমেকে আরো এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ সোহেল নামে আরো এক ৫ বছর বয়সি শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই অগ্নিকাণ্ডে দগ্ধ চার শিশুর মৃত্যু হলো। গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পিআইসিউতে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, সোহেল নামে আরো এক শিশু পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধের সঙ্গে শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে শনিবার সন্ধ্যায় ভাসানচরে দগ্ধ ৫ শিশুসহ সাতজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সি এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন। এছাড়া গত সোমবার ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরো দুই শিশু মারা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত