দিনাজপুরে পরিত্যক্ত ব্রিজ সংস্কার না করায় দুর্ভোগে আড়ই লাখ মানুষ
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর পৌরসভা এলাকার নদীর পূর্ব পাড়ে ১১নং ওয়ার্ড দপ্তরি পাড়া পশ্চিমে বিরল উপজেলার গণির মোড়। মাঝখানে পূর্নভবা নদী, এই স্থানে অবস্থিত ২টি রেলওয়ে ব্রিজ, একটি ব্রিজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, নবনির্মিত নতুন ব্রিজ দিয়ে ট্রেন যাতায়াত করছে, আর এই ব্রিজটি সংস্কার করে দিলে, বিরলের ৭নং বিজোড়া ইউনিয়ন, ১১নং পলাশ বাড়ি ইউনিয়নের সঙ্গে দিনাজপুর পৌরশহরের যাতায়াতের রাস্তা যুক্ত করা হলে, কৃষিপণ্য আদান প্রদান, ব্যবসা-বাণিজ্য, অ্যাম্বুলেন্স যানবাহনে দ্রুত দিনাজপুর শহরে প্রবেশ করে জরুরিচিকিৎসা সেবা নেওয়া, স্কুল-কলেজপডুয়া শিক্ষার্থীদের কম সময়ে বিদ্যালয় ও কলেজ যাতায়াতসহ নানা রকম সুবিধা ভোগ করবে, দিনাজপুর সদরসহ বিরল উপজেলার বাসিন্দারা। ১১নং পলাশ বাড়ি ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম খোকন, ৭নং বিজোড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ অনেকে বলেন, আমাদের এই দুটি ইউনিয়নে প্রায় আড়ই লাখ মানুষের বসবাস, পূর্ণভবা নদীর রেলওয়ে ব্রিজ থেকে প্রায় আড়াই কিলোমিটার ঘুরে নতুন ব্রিজ পার হয়ে যেতে হয় পৌরশহরে। শহরের মানুষদেরও অনুরূপ ভাবে অনেক দূর ঘুরে আসতে হয় এই ইউনিয়ন গুলিতে, এখানে ধান, চাল, গম, ভুট্টা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, শাক-সবজিসহ নিত্য খাদ্যপণ্য পরিবহনের ব্যয় বেশি হয়। এ পরিত্যক্ত রেলওয়ে ব্রিজটি সংস্কার করে যাতায়াতের সুবিধা করে দিলে, কৃষিপণ্য পরিবহনের খরচ কম হবে। অল্প সময়ে সহজে শহরে প্রবেশ করতে পারবে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্যসহ নানাবিধ উন্নতি হবে, উপকৃত হবে এপার-ওপারের মানুষের। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নদীর ওইপাড়ে গণির মোড় এলাকায় জনগণের উন্নয়ন কল্পে বলেছিলেন, জনগণের সুবিধার্থে পরিত্যক্ত ব্রিজটি সংস্কার করে দিনাজপুর পৌরশহরে সঙ্গে সংযুক্ত করবেন। এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।