ভিসির সন্তোষ প্রকাশ
জাবির ভর্তি পরীক্ষার সমাপ্তি
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ), ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএজেইউ এবং ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম গতকাল সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিটে সর্বমোট পাঁচ শিফটের মাধ্যমে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিন প্রথম শিফটে ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১০টা ২৫ মিনিটে একই ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটটিতে ১৯৩টি আসনের বিপরীতে ৭ হাজার ৮৩০ জন ছাত্র এবং ৯ হাজার ৮৮৬ জন ছাত্রী পরীক্ষা দিয়েছেন। এই ইউনিটে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে ৪১ জন এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন। এ বছর এ ইউনিটটিতে সর্বমোট আসন সংখ্যা ছিল ৩৮৬টি। এরপর সকাল ১১টা ৫০ মিনিটে ছাত্রছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণে আইবিএজেইউ-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫০টি আসনের বিপরীতে সর্বমোট ১ হাজার ৭০১ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন। এরপর ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ৭ হাজার ১৫৪ জন ছাত্র এবং ৫ হাজার ৫২৯ জন ছাত্রী ভর্তিচ্ছু আলাদাভাবে পরীক্ষায় অংশ নেন। এই ইউনিটে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে ৭২ জন ভর্তিচ্ছু এবং ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে ৫৫ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পরীক্ষাসম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষকবৃন্দ।