ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য গবেষণা জরুরি

স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য গবেষণা জরুরি

চট্টগ্রামে তৃতীয় গতকাল চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য গবেষণা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দেশ-বিদেশে চিকিৎসা বিজ্ঞানীরা। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ১১০০ গবেষক অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে দুপুরে সায়েন্টিফিক সেশনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশের মেডিক্যাল গবেষণার অন্যতম পথিকৃৎ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. এমএ ফয়েজ। এ সময় অধ্যাপক ড. মো. ইসমাইল খান বলেন, দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই। যে কাজটি সঠিকভাবে পালন করে যাচ্ছে সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠান গবেষণা ও গুণগত শিক্ষার মাধ্যমে দেশের চিকিৎসা শিক্ষা ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যে কারণে তারা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছে বিশেষ সম্মাননা। দেশ-বিদেশের এত সংখ্যক গবেষকদের মিলনমেলা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। এখানকার বিপুলসংখ্যক গবেষণা এরইমধ্যে দেশজুড়ে সুনাম কুড়িয়েছে। অধ্যাপক এম এ ফয়েজ বলেন, একাডেমিক কাউন্সিলের মাধ্যমে শিক্ষার গুণগতমান নিশ্চায়নে এ প্রতিষ্ঠানের যে অবস্থান তা আমাকে মুগ্ধ করেছে। মেডিক্যাল শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দেশের অন্যতম পথিকৃৎ হিসেবে এটি ভূমিকা রাখবে।

আবদুচ ছালাম বলেন, চট্টগ্রামের চিকিৎসা সেবায় বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাদের এবারের রেকর্ড ১১৪টি গবেষণাপত্র নতুন মাত্রা যোগ করেছে। এসব গবেষণাপত্র আগামীতে দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।

সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মেহেরুন্নিছা খানমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। অতিথি ছিলেন ইসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, ইসি কমিটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ, ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান জালাল উদ্দিন আকবর, মেডিক্যাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক ডা. মো. আমির হোসাইন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আকতার, অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যাপক ডা. রুবি দত্ত, ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ। ক্যাম্পাসের চারটি ভেনুতে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের সরকারি-বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষরা অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত