ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

১২ মামলায় ইশরাকের আগাম জামিন

১২ মামলায় ইশরাকের আগাম জামিন

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় করা ১২ মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পল্টন থানায় ছয়টি, মতিঝিল থানায় দুটি ও ওয়ারী থানায় করা একটি মামলায় ইশরাক হোসেনকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত