ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গুগল ডুডলে লিপ ডে উদযাপন

গুগল ডুডলে লিপ ডে উদযাপন

বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় গতকাল লিপ ইয়ার অর্থাৎ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি দিনেও দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। চার বছরে একবার দেখতে পাওয়া ২৯ ফেব্রুয়ারি নিয়ে গতকাল বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। এককথায় লিপ ডে উদযাপন করছে গুগল। গতকাল ২৯ ফেব্রুয়ারি, যার কারণে ২০২৪ সালকে বলা হয় লিপ ইয়ার, যা চার বছরে একবার আসে। গতকাল দিনটি উদযাপন করার জন্য ডুডল তৈরি করেছে গুগল। গুগলের তৈরি লিপ ডে ডুডলে ফেব্রুয়ারির ২৯ তারিখটিকে একটি ব্যাঙের সঙ্গে তুলনা করা হয়েছে। ডুডলে ২৮ এক জায়গায় স্থির হয়ে বসে আছে, অন্যদিকে পুকুরের মতো তৈরি এই ডুডলে ব্যাঙের রূপে ২৯ লাফ দিয়ে আসছে আর চলে যাচ্ছে। ডুডলে ক্লিক করলেই লিপ ডে বা লিপ ইয়ার সম্পর্কিত সব তথ্য পাওয়া গেছে। প্রতি ৪ বছরে বার্ষিক ক্যালেন্ডারে ১ দিন বেড়ে ৩৬৫ দিনের পরিবর্তে হয় ৩৬৬ দিন, এই বছরটিকে বলে অধিবর্ষ বা লিপ ইয়ার। সূর্যের চারদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন এবং প্রায় ৬ ঘণ্টা। এ অতিরিক্ত ৬ ঘণ্টার সঙ্গে ৪ বছর যুক্ত করে হয় ২৪ ঘণ্টা অর্থাৎ ১ দিন। তাই প্রতি ৪ বছরে এই ১ দিন যুক্ত করে পালন করা হয় লিপ ইয়ার। গতকাল অনেকেই বিশেষ ভাবে উদযাপন করেন দিনটি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মনের কথা। যা চার বছর পর আবার মনে করিয়ে দেবে ফেসবুক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত