ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটিতে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত, আহত ২৭

রাঙামাটিতে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত, আহত ২৭

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাগড়া-বরইছড়ি সড়কের বগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনকে গুরুতর আহত অবস্থায় রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহত ব্যক্তিরা নির্মাণকাজের শ্রমিক। তারা সবাই রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কাজ শেষে নির্মাণ শ্রমিকদের নিয়ে একটি মিনি ট্রাকে করে রাঙামাটি শহরে ফিরছিলেন। ঘাগড়া-বরইছড়ি সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাইয়ের কাজের ব্যবহৃত মিক্সচার মেশিনসহ ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মো. হাসান (২৭) ও মো. আরিফ (৩০) নামের দুজন শ্রমিক নিহত হন। আহত হন ২৭ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ২৭ জন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে গুরুতর হওয়ায় ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ১৭ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত