ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

১০৯ অতিথিসহ স্বেচ্ছায় আরও ১১৪১ রোহিঙ্গা ভাসানচরে

১০৯ অতিথিসহ স্বেচ্ছায় আরও ১১৪১ রোহিঙ্গা ভাসানচরে

কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় আরও এক হাজার ১৪১ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। গতকাল চট্টগ্রাম নৌবাহিনীর একটি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। এদের সঙ্গে ভাসানচর থেকে বেড়াতে আসা ১০৯ জন রোহিঙ্গাও রয়েছেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরের ৩৩টি ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজে মাঠে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কলেজ মাঠ থেকে কড়া নিরাপত্তার মধ্যে তাদের চট্টগ্রামে পাঠানো হয়।

তার আগে রাতের খাবার শেষে স্বাস্থ্য পরীক্ষা করে ২৫টি বাসে তাদের উঠানো হয়। এ সময় মালপত্র বহনের জন্য অটটি কাভার্ডভ্যান ও জরুরি স্বাস্থ্যসেবা দিতে একটি অ্যাম্বুলেন্স ছিল।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ২৪তম ধাপে ভাসানচরের উদ্দেশ্যে যাওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন ছিল এক হাজার ১৪১ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ১০৯ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত