ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চবিতে ঢাবির স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবিতে ঢাবির স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ভর্তিপ্রার্থীদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ১২:৩০ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি কমিটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ডিনের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইইই) এর প্রফেসর ড. সাইয়েদ মাহমুদ উল্লাহর নেতৃত্বে ৬ সদস্যর প্রতিনিধি দল, চবি সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পবিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বরিষ্ট শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিভিন্ন ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় চবি সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার মধ্যেদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সকল ইউনিটের চট্টগ্রাম অঞ্চলের ভর্তিপ্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষাগুলো শেষ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত