জাতীয় ভোটার দিবস পালন

সহজেই ভোটার হতে পেরে খুশি প্রবাসী আব্দুস সালাম

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

আব্দুস সালাম (৩৬)। জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটিয়েছেন তিনি। তাই ভোটার হতে পারেনি। চলতি বছরের জানুয়ারিতে ভোটার হতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ মতে উখিয়া উপজেলা নির্বাচন অফিসে কাগজপত্র জমা দেন। গতকাল শনিবার জাতীয় ভোটার দিবসে কক্সবাজারের উখিয়ায় তিনি ভোটার তালিকায় উঠাতে পারে মহাখুশি। তার মতো প্রবাসী শোয়াইবুল ইসলাম, নুরুল হক বোরহানসহ অনেকেই ভোটার হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্রিষ্টরা। গতকাল দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব- স্লোগান সামনে রেখে পুরো জেলায় দিবসটি পালন করা হয়। জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়। নাজিম উদ্দিন আরো বলেন, রিভাইজিং কমিটির সুপারিশে গতকাল কক্সবাজার জেলায় প্রবাসীসহ ৬০০ জন নতুন ভোটার করা হয়েছে। এছাড়া স্মার্ট কার্ড বিতরণ, সংশোধনী কার্যক্রম সেবা চলমান ছিল।

এদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মাসহ বিভিন্ন পেশার লোকজন।

নতুন ভোটার প্রবাসী আব্দুস সালাম জানান, জীবনের অর্ধেক সময় দেশের বাহিরে ছিলাম। চলতি বছরের জানুয়ারির ৪ তারিখ ভোটার হতে আবেদন করি। তার পরিপ্রেক্ষিতে শনিবার ভোটার হতে সক্ষম হয়েছি। সহজেই ভোটার হতে পেরে তিনি মহাখুশি। তিনি নির্বাচন সংশ্রিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, জাতীয় কর্মসূচির আলোকে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। মানুষকে সেবা দেয়া, সরকারি কর্মকর্তাদের নিয়মিত কাজ। বিশেষ দিনটিতে প্রবাসীসহ অনেকেই সেবা দিতে পেরে ভালো লেগেছে।