ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রভাবশালীর ছত্রছায়া

সিরাজগঞ্জে নদী খননে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

সিরাজগঞ্জে নদী খননে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

সিরাজগঞ্জের কামাখরন্দ উপজেলার ঝাটিবেলাই এলাকায় ফুলজোড় নদী খনন কাজে হাইড্রোলিক ড্রেজার পরিবর্তে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। এতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে এখনও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় দলীয় এক প্রভাবশালী নেতা ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব ঠিকাদার হিসেবে ওই নদী খননের কাজ নেন। বিধিমতে হাইড্রোলিক ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করে স্তূপ করে রাখতে হবে। পরবর্তীতে ওই বালু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করতে হবে এবং বিক্রির অর্থ জমির মালিক এবং সরকারী কোষাগারে জমা দিতে হবে। অথচ ওই প্রভাবশালীর ছত্রছায়ায় ওই নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে স্থানীয় লোকজনের নিচু জমি ভরাট করে দিচ্ছে। এতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই প্রভাবশালী নেতা। এ অবৈধ কাজে স্থানীয় আরো অনেকেই জড়িত রয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা আলোকিত বাংলাদেশকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত