ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে স্প্যানিশ নাগরিকের মৃত্যু

গুলশানে ভবনের ছাদ থেকে পড়ে স্প্যানিশ নাগরিকের মৃত্যু

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে স্পেনের এক নাগরিকের। গতকাল বিকালে স্পেনের ওই নাগরিকের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে নিহতের নামণ্ডপরিচয় জানাতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা পুলিশের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত