হ্যাটট্রিক জয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পরপর তিনবার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে পাওয়ায় আসাদুজ্জামান খান কামালকে সংবর্ধনা দিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কলোনি বাজার-সংলগ্ন মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়। আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১২ আসন থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য হয়েছেন। এর আগে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান খান কামাল কামাল। এ নিয়ে টানা চতুর্থবার এ আসন থেকে নির্বাচিত হলেন তিনি। আসাদুজ্জামান খান একজন মুক্তিযোদ্ধা। খান ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে সেক্টর ২-এ যুদ্ধ করেছিলেন।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ঢাকার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান খান। তিনি ১৯৬৫ সালে ঢাকা পলিটেকনিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রেস কাউন্সিল ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সফিউল্লাহ শফি, সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক কাজী রেজাউল হক রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ খোকা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।