ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অন্যরকম

ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স!

ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স!

স্বামী শুধু ভালোবাসেন, কখনো ঝগড়া করেন না। তাই অভিযোগ তুলে স্বামীকে ডিভোর্স দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী। এ অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শুনিয়েছেন ভারতের মুম্বাইভিত্তিক আইনজীবী ও কনটেন্ট ক্রিয়েটর তানিয়া আপাচু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২০ সালে উত্তরপ্রদেশে ঘটা এক ঘটনাকেই সামনে এনেছেন ওই আইনজীবী। বিয়ের ১৮ মাস হওয়ার পরও একদিন ঝগড়া না হওয়ায় উত্তরপ্রদেশের এক নারী তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আবেদন করেন। আইনজীবী তানিয়ার এ ইনস্টাগ্রাম ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে। এতে একজন ব্যবহারকারী লিখেন- ‘বিয়ের আগে কাউন্সিলিং জরুরি।’ আরেক ব্যবহারকারী লেখেন- ‘এসব কারণেই আমি বিয়ে করতে চাইছি না।’ ওই ভিডিওতে আইনজীবী তানিয়া আরও কয়েকটি ডিভোর্সের ঘটনার কথা শুনিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ছিল, স্ত্রী হানিমুনে গিয়ে অশালীন পোশাক পরায় তাকে ডিভোর্স দেন স্বামী। এছাড়া স্বামীর পা ছুঁতে না চাওয়ায় এক স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত