ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গণিতে স্বর্ণপদক পেলেন জবির ছয় শিক্ষার্থী

গণিতে স্বর্ণপদক পেলেন জবির ছয় শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ম তম এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং অনার্স ১৭ ও ১৮ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৩ অনুষ্ঠান আয়োজিত হয়।

গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকারী ছয় শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শরিফুল আলমের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শরিফুল আলম স্বর্ণপদক প্রাপ্ত এ ছয় শিক্ষার্থীকে গণিতের উপর উচ্চতর গবেষণা করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।

গণিতের উৎকর্ষ সাধনে প্রতি বছর গণিত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে যেসব শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করে তাদেরকে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃক এই স্বর্ণপদক, আর্থিক অনুদান এবং সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে।

জানা যায়, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ পঞ্চম বারের মতো এই স্বর্ণপদক অনুষ্ঠান এবং অনার্স ১৭ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিতে বিভাগটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অর্জন করার জন্য তিন শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী ফারজানা পারভীন (১১তম ব্যাচ), আয়েশা আক্তার (১২তম ব্যাচ) এবং সাদিয়া ইসলাম রুকাইয়া (১৩তম ব্যাচ)-কে একটি করে স্বর্ণপদক, নগদ ২০ হাজার টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়া স্নাতকোত্তর শ্রেণিতে প্রথম স্থান অর্জন করার জন্য তিনজন শিক্ষার্থী রনি আহমেদ (১০তম ব্যাচ), বৃষ্টি সাহা (১১তম ব্যাচ) এবং আয়েশা আক্তার (১২তম ব্যাচ)-কে ১টি করে স্বর্ণপদক, নগদ ৩০ হাজার টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানটির আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনায় ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সম্মানীত ট্রাস্ট্রি এম. নুরুল আলম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত