ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের জিইসি সার্কেল এলাকায় দ্য পেনিনসুলা চিটাগং নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে জিইসির মোড় এলাকার হোটেলটির ৯০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পোল্যান্ডের ওই নাগরিকের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেওয়া হয়, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় তাকে বিছানার এক পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। কে বা কারা, কী কারণে তাকে খুন করেছে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে বিষয়টি বিস্তারিত জানাতে পারব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত