এম মনসুর আলী মেডিক্যাল কলেজ
ক্লাশে শিক্ষকের পিস্তলের গুলিতে ছাত্র আহত : অভিযুক্ত হেফাজতে
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আরাফাত আশিক ওরফে তমাল (২৩) পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আহত ওই শিক্ষার্থীকে একই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বগুড়ার সদর এলাকার ধানসিঁড়ি নাটাইপাড়া মহল্লার আলামিনের ছেলে। এ ঘটনায় শিক্ষক ডা. রায়হান সাদিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গতকাল বিকালে সাড়ে ৩টায় ওই মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস চলছিল। এ ক্লাস রুমে ওই শিক্ষক শিক্ষার্থীদের একাধিকবার ফেল করানোর ভয় দেখান। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা মারমুখী হয়ে উঠলে তৃতীয় বর্ষের ওই ছাত্রকে পিস্তল দিয়ে পায়ে গুলি করা হয়। শিক্ষকের হাতে শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মেডিক্যাল কলেজ হাসপাতাল পাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষক ডা. রায়হান সাদিককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ওই মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান করতে থাকেন। পুলিশের একজন কর্মকর্তা বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে জোর চেষ্টা চলছে। এ বিষয়ে ওই কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরীকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। এদিকে এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় ওই মেডিক্যাল কলেজ হাসপাতাল পাড়ায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।