ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপির নতুন কর্মসূচি আসছে শিগগিরই

জানালেন মঈন খান
বিএনপির নতুন কর্মসূচি আসছে শিগগিরই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগিরই বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

প্রতিহিংসা বাদ দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মঈন খান। তিনি বলেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতাকর্মী কেউই এ প্রতিহিংসার হাত থেকে বাদ যায়নি।

একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা, যেটা পৃথিবীর কোথাও নেই। এসব মিথ্যা মামলা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের মতো মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো সরকারের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।

এদিকে সদ্য কারামুক্ত বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গতকাল বিকাল ৩৬টায় রাজধানীর ধানমন্ডিতে জহির উদ্দিন স্বপনের বাসায় যান ড. মঈন। তিনি সদ্য কারামুক্ত বিএনপির এ নেতার শারীরিক ও পারিবারিক খোঁজখবর নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত