ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

এস আলম গ্রুপের এমডি

অক্ষত চিনির মজুত দুয়েক দিনের মধ্যে শুরু হবে সরবরাহ

অক্ষত চিনির মজুত দুয়েক দিনের মধ্যে শুরু হবে সরবরাহ

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ সাইফুল আলম বলেছেন, পরিশোধিত চিনির মজুত অক্ষত রয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যেই তা সরবরাহ শুরু করা হবে। গতকাল ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাজারে চিনির দামে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, উৎপাদনে যেতে দুয়েক দিন সময় লাগবে। আগুন নেভানোই এখন আমাদের মূল লক্ষ্য। চিনির সংকট হবে না। সূত্র জানায়, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ১ লাখ টন অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগলেও পাশের ফিনিশড সুগারের গুদাম ও চিনি পরিশোধনের যন্ত্রপাতির ইউনিটগুলো অক্ষত রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে পরিশোধন করা হয় এই দুইটি প্ল্যান্টে। এর মধ্যে প্ল্যান্ট-১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন ও প্ল্যান্ট-২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় এ কারখানাটি পরিচালিত হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চিনি কারখানার আগুন ছড়িয়ে পড়া রোধ করতে অগ্নিনির্বাপক রোবট ‘লুফ-৬০’ ব্যবহার করা হচ্ছে। এ যন্ত্র দিয়ে মিনিটে ১ হাজার লিটার স্পিডে পানি ছিটানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সেনা, নৌ, বিমানবাহিনী, কোস্ট গার্ড। কৌতূহলী মানুষের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত