ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ

তৃতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২২ মার্চ

তৃতীয় ধাপের পরীক্ষা হতে পারে ২২ মার্চ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে পরীক্ষার কেন্দ্রসহ সার্বিক প্রস্তুতি ঠিক করতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখানে ২২ মার্চকে পরীক্ষার তারিখ বলে উল্লেখ করা হয়েছে।

অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন ‘২২ তারিখ তৃতীয় ধাপের পরীক্ষার সম্ভাব্য তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছি আমরা। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। সেখানে প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমাসহ বিস্তারিত জানানো হবে।’

গত ১৮ জুন তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো থেকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদন করেছেন দুই বিভাগের ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত