গৃহায়ন ও গণপূর্তের সচিব হলেন নবীরুল ইসলাম
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. নবীরুল ইসলাম। নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতির পর তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এক বছর চুক্তিতে থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের চুক্তির মেয়াদ আগামী ৯ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, নতুন গণপূর্ত সচিব নবীরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরেই জনপ্রশাসনে কাজ করছেন।