ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধুর সমাধিসৌধ

নতুন প্রতিমন্ত্রী নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শ্রদ্ধা

নতুন প্রতিমন্ত্রী নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের এমপিদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণ, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান এম.পি, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার এম.পি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল ওয়াদুদ এম.পি, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এম.পি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা, এম.পি, নারী হুইপ অ্যাডভোকেট সানজিদা খানমসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে তারা স্বাক্ষর করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত