ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় পাসকি

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় পাসকি

বর্তমান বিশ্বের সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে অন্যতম একটি মাধ্যম হোয়াটসঅ্যাপ। প্রতি মিনিটে কয়েকশ’ কোটি বার্তা আদান-প্রদান হয় এই অ্যাপে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হয়তো ব্যবহার করছেন ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে। যেভাবেই ব্যবহার করুন না কেন ভয়েস মেসেজ, মেসেজ রিঅ্যাকশনসহ বিভিন্ন ইমোজের ব্যবহার করেছে আরো জনপ্রিয়। তাই তো হোয়াটসঅ্যাপ ব্যবহাকারীদের নিরাপত্তার জন্য কিছুদিন পর পরই নতুন ফিচার যুক্ত করছে। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাসকি। অর্থাৎ এখন থেকে নাম কিংবা সংখ্যায় হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড দিতে হবে না। পাসকিগুলো ব্যবহাকারীদের জন্য প্রক্রিয়াটিকে স্ট্রিমলাইন করে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো আনলক করতে এবং অ্যাক্সেস পেতে শুধু আপনার মুখ, আঙুলের ছাপ বা পিন প্রয়োজন। এটি ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড ফিশিং আক্রমণের থেকে বাঁচায়। এমনকি পাসকি ব্যবহারকারীর মেসেজিং অ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার জন্য তার শারীরিক উপস্থিতি আবশ্যক করে। এরই মধ্যে সংস্থাটি তার বিটা চ্যানেলে এই ক্ষমতাটি পরীক্ষা করে চলেছে। এই পাসকিগুলো লগইন প্রক্রিয়ার স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা বাড়াবে। মেটা-মালিকানাধীন পরিষেবাটি হাইলাইট করেছে এই নিরাপত্তার অতিরিক্ত স্তর ধীরে ধীরে চালু করা হবে। তবে শুরুতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত