ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রশাসনকে ম্যানেজ করে ইউপি চেয়ারম্যানের খাল ভরাট

বসতবাড়ি ও ফসলিজমি ও লবণ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
প্রশাসনকে ম্যানেজ করে ইউপি চেয়ারম্যানের খাল ভরাট

কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিমের বিরুদ্ধে প্রকাশ্যে খাল দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। খোদ চেয়ারম্যান উপজেলা প্রশাসনকে জানিয়ে খালটি ভরাটের কাজ করছেন বলে দাবি করেন তিনি।

গতকাল শনিবার সকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম খাল ভরাটের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, একটি পরিত্যক্ত জায়গায় চেয়ারম্যান নিজ খরচে ভরাট করে সিএনজি স্টেশন করছে। বিধিমতে তা করা যায় কিনা প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে যান। এক পর্যায়ে প্রতিবেদকের কাছে সংরক্ষিত খাল ভরাটের ছবি তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পরে দ্বিতীয় দফা তাঁকে ফোন করা হলে ফোন রিসিভ করেনি তিনি। স্থানীয় সূত্র মতে, কুতুবদিয়া উপজেলার ধূরুং বাজারের উত্তর পাশে তিন রাস্তার সংযোগ স্থলে আজম সড়কের কালবার্ট সংলগ্ন এলাকায় রাস্তার পশ্চিমে খালের পূর্ব পাশের বিশাল একটা অংশ দখল করে রেখেছেন উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম সিকদার। গত কয়েক দিন ধরে দুটি স্ক্যাবেটর দিয়ে মাটি কেটে দিনরাত খাল ভরাট করছেন। তার দেখানো পথে অন্যরাও যে যার মতো দখল করে রেখেছেন খালটি। এর আগেও তিনি স্থানীয় প্রশাসনকে মেনেজ করে খালসহ সরকারি খাস জমি দখল করেছেন। দখলকৃত সেইসব জায়গায় গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা যায়, উত্তর ধূরুং ও দক্ষিণ ধূরুং ইউনিয়নের সীমান্তবর্তী খালটি, পশ্চিমে উত্তর ধূরুং ইউনিয়নের আমিরার পাড়া, দক্ষিণ ধূরুং অলি পাড়া থেকে প্রদীপ পাড়া হয়ে পিলটকাটা খালে সংযুক্ত হয়েছে। একসময় খালটি খরস্রোতা ছিল। নৌকা দিয়ে লবণ সহ বিভিন্ন মালামাল আনা-নেওয়া করা হতো এই খাল দিয়ে। এখন খালটি দখল-বেদখলে মৃত প্রায়। বাজারের ময়লা পানি আর দখল দূষণের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিমের বিরুদ্ধে খাল দখলের অভিযোগটি সত্য। আমরা কুতুবদিয়া বাপার নেতৃবৃন্দরা তার সাথে কথা বলে সেখান থেকে সরে আসতে বলেছি। তিনি স্থানীয় প্রশাসনের প্রভাব খাটানোর চেষ্টা করছে। খাল দখল থেকে সরে না এলে আমরা বাপা কুতুবদিয়ার নেতৃবৃন্দ এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে যাব। স্থানীয়রা আরো বলেন, প্রতিনিয়ত কুতুবদিয়ার সব জায়গায় প্রভাবশালীদের দ্বারা খালসহ সরকারি জমি দখল হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এক সময় পানি নিষ্কাশন বিঘ্নিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের বসতবাড়ি ও ফসলি জমি ডুবে যাবে, লবণ উৎপাদন ব্যাহত হবে। গুরুত্বপূর্ণ খালগুলোর দখলদারিত্ব বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। খাল দখলের বিষয়ে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিম সিকদার সাংবদিকদের বলেন, আমি উপজেলা প্রশাসনকে জানিয়ে খালে মাটি ভরাট করছি। নিজের পকেটের টাকা খরচ যাত্রী ছাউনি তৈরি করবো। সেখানে একটি সীমানা গেইট থাকবে। উপজেলা সিটিজেন পার্কের মতো করে সৌন্দর্য বৃদ্ধির করব। পরে প্রকল্প দিয়ে সেই খরচ মিঠিয়ে নেয়ার কথা জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত