শিক্ষার্থী তমালের পায়ে গুলি

সিরাজগঞ্জে সেই শিক্ষক ডা. রায়হানের পাঁচ দিনের রিমান্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী তমালের পায়ে গুলি করা সেই শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বিল্লাল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। ওসি (ডিবি) জুলহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বুধবার ডা. রায়হান শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই ইব্রাহিম হোসেন। গত সোমবার শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত সোমবার বিকালে ওই কলেজ হাসপাতালের শ্রেণিকক্ষে মৌখিক পরীক্ষা নেয়ার সময় শিক্ষার্থীদের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ। এ ঘটনার পরবর্তীতে ওই শিক্ষকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ৮১ রাউন্ড গুলিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ব্যাপারে গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল-আমিন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যাচেষ্টা মামলা করেন এবং ডিবির এসআই ইব্রাহিম হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা করেন। এদিকে এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।