ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জিম্মি রোকনের ঘরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

জিম্মি রোকনের ঘরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

ভারত মহাসাগরে সোমলিয়ার জলসদ্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিকদের একজন মেরিন ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন। বাড়ি নেত্রকোণায়। জিম্মিহওয়ার পূর্ব মুহূর্তে স্ত্রী তানিয়াকে তিনি মোবাইলে ফোন করেন। এ সময় তিনি বলেন, ‘জলদস্যুরা জাহাজে ঢুকে পড়েছে, আমার জন্য দোয়া করো, আর মনে হয় কথা হবে না।’ এইটুকু বলার পরই সংযোগ কেটে যায়। অপরদিকে এই খবরে তার গ্রামের বাড়িতে পড়ে কান্নার রোল। খবরে জানা যায়, ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়েছে। কেএসআরএম কোম্পানির মালিকানাধীন এই জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহজে রোকন উদ্দিনসহ ২৩ জন বাংলাদেশি নাগরিক জলদস্যুদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। তাদের মধ্যে রয়েছে নেত্রকোনার মেরিন ইঞ্জিনিয়ার রোকন। রোকন উদ্দিনের বড় বোন শাহমিনা আক্তার ভাইয়ের জিম্মি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে রোকন তার স্ত্রী তানিয়াকে মোবাইলে কল করে জানায় যে, ‘জলদস্যুরা জাহাজে ঢুকে পড়েছে, আমার জন্য দোয়া করো, আর মনে হয় কথা হবে না’। এসব কথা বলার পর সংযোগ কেটে যায়। সন্ধ্যার পর তানিয়া আমাদের এসব কথা জানিয়েছে। খবর শোনার পর আমাদের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যায়। রাতেও রোকনের ফোন চালু ছিল। আমরা কথা বলার চেষ্টা করেছি। কল হচ্ছিল, কিন্তু কেউ রিসিভ করেনি। এরপর থেকে আর কোনো খবর পাচ্ছি না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত