ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চারজন নিহত : আহত ২০

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চারজন নিহত : আহত ২০

বরিশাল পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল সকালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকায় মাহিন্দ্রা দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান নিহত ও ছয়জন আহত হয়। বিকাল ৩টার দিকে উজিরপুরের সানুহারে চাকলাদার পরিবহন পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসের সুপার ভাইজার ও পথচারী সুমন নিহত এবং ১৩ যাত্রী আহত হয়। বাবুগঞ্জের গড়িয়ারপাড়ে মোটরসাইকেলের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মজনুর মৃত্যু ও এক আরোহী আহত হন। বিকালে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। পৃথক ঘটনায় নিহতরা হলেন, মাদারিপুর জেলার কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান সাঈয়াদুর রহমান, সিরাজগঞ্জ জেলার মনতাজ উদ্দিনের ছেলে মজনু হোসেন (৫০), উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বেল্লাল হোসেনের ছেলে সুমন (১৪) ও চাকলাদার পরিবহনের সুপারভাইজার কাদের। পৃথক তিনটি দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান সোহাগ বলেন, সকালে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আছড়ে পড়ে। এতে মাহিন্দ্রার যাত্রী কালকিনি উপজেলার সাবেক চেয়ারম্যান নিহত হয়েছেন। এ সময় আরও ছয় মাহিন্দ্রাযাত্রী আহত হয়েছে।

ওসি সোহাগ আরও বলেন, উজিরপুর উপজেলার সানুহারের ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের দিকে আসছিল। এ সময় পথের মধ্যে সুমন নামে একজন পথচারী চলে আসে। তাকে রক্ষা করতে গিয়ে গাড়িটি পার্শ¦বর্তী গাছে আচড়ে পড়ে। এতে পথচারীসহ বাসের সুপারভাইজার নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, বরিশাল বিমানবন্দর থানার গড়িয়ার পাড় এলাকায় মাহিন্দ্রার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক মজনু (৫০) মারা যান। এ সময় মোটরসাইকেলের একজন আরোহী আহত হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত