ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বেনাপোল সীমান্তের ইছামতী নদী থেকে ৪০ পিস স্বর্ণসহ মরদেহ উদ্ধার

বেনাপোল সীমান্তের ইছামতী নদী থেকে ৪০ পিস স্বর্ণসহ মরদেহ উদ্ধার

বেনাপোল সীমান্তের ইছামতি নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিস স্বর্ণসহ মশিয়ার রহমান (৫৫) নামে এক স্বর্ণপাচারকারীর মরদেহ উদ্ধার করেছ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। গতকাল বেলা ২টার সময় বেনাপোল অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে মশিউর রহমান। নিহতের পরিবার জানান, গত ১০ মার্চ দুপুর ২টার সময় নিহত মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে, রহিম ও জমাল নামের দুই ব্যক্তি ডেকে নিয়ে আসে। তার এক ঘণ্টা পর রহিমের ছেলে তাদের খবর দেয় মশিয়ার রহমান বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা ইছামতী নদীতে ডুবে গিয়েছে। তার পর থেকে তারা বিজিবিকে জানায় পরে বিজিবি ও বিএসএফ সমন্বয় করে ইছামতি নদীতে খোঁজাখুঁজি করে। গতকাল দুপুর ১২টার সময় লোক মুখে জানতে পারে ইছামতি নদীতে মরদেহ ভাসছে। পরে তারা সেখানে গিয়ে তাকে শনাক্ত করে। পরে বিজিবি ও পুলিশ মরদেহ উদ্ধার করে। এছাড়া এ ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান পরিবার।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ খুরশীদ আনোয়ার জনান, অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০ পিস স্বর্ণের বারসহ মশিয়ার রহমান নামে এক স্বর্ণ পাচারকারীর মরদেহ উদ্ধার এবং উদ্ধারকৃত মরদেহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত