ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাউসার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গতকাল সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের ম্যাক্স ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাউসার সাটুরিয়া উপজেলার জান্না এলাকার মো. হবি মিয়ার ছেলে।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মানিকগঞ্জে আসছিল কাউসার। জাগির মেঘশিমুল এলাকার ম্যাক্স ইন্ডাস্ট্রিজের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি তরমুজের ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। কাউসার নিহত হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। তারা বাসস্ট্যান্ড এলাকার উপজেলা পরিষদ থেকে পুলিশ লাইন্স পর্যন্ত কাউসার হত্যাকারী ঘাতক ট্রাক চালক ও সহযোগীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত