ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলন আজ

পূজা উদযাপন পরিষদের বার্ষিক সম্মেলন আজ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনটি উদ্বোধন করবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। সভাপতিত্ব করবেন পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক। সারা দেশ থেকে প্রায় কয়েক হাজার প্রতিনিধি সম্মেলনে যোগদান করবেন বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত