ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে নারীসহ প্রতারক চক্রের চার সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেয়া প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২১), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার, একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ ও সিঙ্গারকুল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাগেরহাট জেলার বাসিন্দা পিকিং বর্মনের সাথে প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তারকৃত মাবিয়ার সাথে পরিচয় ঘটে। এরপর মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিতভাবে কথোপকোথন চলতে থাকে। গত বুধবার দেখা করার জন্য গোপালগঞ্জে আসার প্রস্তাব দেয় মাবিয়া। পরে পিকিং বর্মণ দেখা করতে গোপালগঞ্জ আসলে তাকে জিম্মি করে কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এ প্রতারক চক্রের সদ্যরা।

এ ঘটনায় ভুক্তভোগী পিকিং বর্মণ প্রতারক চক্রের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে গত বৃহস্পতিবার গভীর রাতে বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাকিল মিয়া, বিল্লাল শিকদার, বাঁধন শেখ ও মাবিয়া শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

ওসি আরো জানান, ওই ঘটনায় জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। কেউ এমন প্রতারণার শিকার হলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত