ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক

রাজধানী যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কালাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় আবুল কালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালামের মেয়ে লামিয়া জাহান সুমি জানান, তাদের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার শ্যামলীবাগ গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ সদর তল্লা এলাকায় থাকেন তারা। তার বাবা যাত্রাবাড়ী এলাকায় ভ্যানে মালামাল টানতেন। সুমি আরও জানান, ভোরে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন তার বাবা। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রবাড়ী থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত