ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফুলবাড়িতে তিন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ফুলবাড়িতে তিন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের ফুলবাড়িতে গতকাল দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফুলবাড়ী উপজেলার ৩টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী এবং প্রসিকিউশন প্রদান করেন দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের রিসার্চ অফিসার মো. রুনায়েত আমিন রেজা। অভিযানে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনা করা, অনুমোদন ব্যতীত মাটি সংগ্রহ করাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করায় নিম্নলিখিত ৩টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড আরোপ এবং নগদ আদায় করা হয়। মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন ফুলবাড়ী থানা পুলিশ। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সকল কর্মচারীরা এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইটভাটাগুলো যথাক্রমে ফুলবাড়ি উপজেলার গড়পিংলাই, জয়নগর মহল্লার মেসার্স রহমান ব্রিকসের স্বত্বাধিকারী : মো. আতাউর রহমান মিল্টনের - ২ লাখ টাকা, মেসার্স একতা ব্রিকস, স্বত্বাধিকারী : মো. রুহুল আমিনের ১ লাখ টাকা ও মেসার্স এম ইসলাম ব্রিকস, স্বত্বাধিকারী ওয়ারেছ জামান বকুলের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত