ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রামুতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আটক

রামুতে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আটক

কক্সবাজারের রামুতে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, গতকাল ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়ায় এ অভিযান চালানো হয়েছে। আটক মনছুর আলম (২০) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের হিমছড়ি এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানিয়েছে, মনছুর আলম আন্তঃজেলা জাকাতদলের সক্রিয় সদস্য। সে ডাকাতদলটির সর্দার মো. নুরুল আবছার ওরফে আবছারের সহযোগী ও দেহরক্ষী। তার বিরুদ্ধে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

সাজ্জাদ হোসেন বলেন, নুরুল আবছারের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা ও অপরাধী চক্রের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল ভোররাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের ঘোনারপাড়ায় নুরুল আবছারের বাড়িতে কতিপয় দুষ্কৃতকারি বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আবছারসহ ২-৩ জন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক পাওয়া যায়। পরে ডাকাত সর্দার নুরুল আবছারের বসতঘর তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি ৬টি লম্বা বন্দুক, ২টি গুলি, ২০০ গ্রাম গান পাউডার (বিস্ফোরক দ্রব্য) এবং অস্ত্র বেচাকেনা বাবদ নগদ ২ লাখ ৯৫ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল এইচএ সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত