ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত

দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দরিদ্র রোজাদারদের ইফতার ও সাহরিসামগ্রী প্রদানের মাধ্যমে ইসলামের সুমহান শিক্ষা বাস্তবায়ন করা প্রয়োজন। গতকাল নগরীর সদরঘাটের ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুমের উদ্যোগে ৮০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। সিটি মেয়র বলেন, রোজা মানে কেবল উপবাস থাকা নয়। ইসলাম রোজা রাখা বাধ্যতামূলক করেছে যাতে সমাজে যারা সচ্ছল তারা ক্ষুধাপিড়িত মানুষদের যন্ত্রণা উপলব্ধি করতে পারে। দরিদ্র রোজাদারদের পাশে দাঁড়ানো মহান ইবাদত। আসুন সবাই মিলে দরিদ্র রোজাদাররা যাতে ইফতার ও সাহরির অভাবে রোজা রাখতে কষ্ট না পান সে বিষয়টি নিশ্চিত করি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন, মহিলা কাউন্সিলর নিলু নাগ, রুহল আমীন তপন, শওকত হোসাইন, মো. ইব্রাহীম, মো. আমির হোসেন, ফজলুল হক, আবদুল মতিন, কা ন চৌধুরী, মো. শফিউল আজম, মো. জাহেদ, মীর মোহম্মদ কায়সার, রঞ্জন চৌধুরী, শাহনেওয়াজ রাজীবসহ এলাকাবাসী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত