ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় গুলিতে কলেজছাত্র অর্ণব হত্যাকাণ্ড

শুটার রাব্বী-সুমনসহ ১২ আসামি গ্রেপ্তার

দুটি বিদেশি পিস্তল-গুলি উদ্ধার
শুটার রাব্বী-সুমনসহ ১২ আসামি গ্রেপ্তার

কুমিল্লায় গুলি করে কলেজছাত্র জামিল হাসান অর্ণব হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান পরিচালনা করে ১২ আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গতকাল দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবদুল মান্নান এবং র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এসব তথ্য জানান। পুলিশ সুপার আবদুল মান্নান আরো জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডসহ এ ঘটনায় নিহতের মা ঝর্ণা আক্তার বাদী হয়ে গত শনিবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ২৫ জনকে এজাহারনামীয় ও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার পর পর কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের ৬টি টিম টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় এজাহারনামীয় আসামি শাসনগাছা মোল্লা বাড়ির খলিলুর রহমানের ছেলে শুটার ফজলে রাব্বী (৩০) ও একই এলাকার মৃত রফিকের ছেলে শুটার মো. সুমনকে (২৮) তার ঘরের সিলিং থেকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় পুলিশ মামলার এজাহারনামীয় অপর আসামি একই এলাকার মৃত মনু মিয়ার ছেলে রাশেদ, আনোয়ার মিয়ার ছেলে কাউসার, বাদশা মিয়ার ছেলে খলিলুর রহমান, হাবিবুর রহমানের ছেলে রিয়াজ, আবদুর রশিদের ছেলে সোলেমানকে গ্রেফতার করে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবদুল মান্নান আরো জানান, এ ঘটনায় ৩ জন অস্ত্রধারীর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অস্ত্রধারীসহ ঘটনার সাথে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মানথই মারমা, খন্দকার মো. আশফাকুজ্জামান, নাজমুল হাসান, কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা ডিবির ওসি রাজেস বড়ুয়া। এদিকে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় র‌্যাব পৃথক অভিযান চালিয়ে আরো ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- শাসনগাছা এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো. হালিম, আবদুর রশিদের ছেলে মো. সজল, কালু মিয়ার ছেলে মো. ওমর ফারুক, রাজ্জাক মিস্ত্রির ছেলে মো. বাচ্চু মিয়া ও জেলার চান্দিনা উপজেলার বেলাশ্বর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহীম।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর শহরের শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় দুইপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় গুলিতে ওই এলাকার আজহারুল ইসলামের ছেলে জামিল হাসান অর্ণব নামে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের এক ছাত্র নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত