ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আফগানিস্তানে বাস ও তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত

আফগানিস্তানে বাস ও তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত

আফগানিস্তানে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাঙ্কার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ জানান সকালে একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাঙ্কার ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে ২১ জনের প্রাণহানি ঘটে। এ দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক তথ্য দপ্তর।

আফগানিস্তানের রাজধানী কাবুল ও হেলমান্দের গ্রিশক জেলার উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আফগানিস্তানে বাজে রাস্তাঘাট, মহাসড়কে বিপজ্জনক গাড়িচালনা এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাবে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত