ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে

পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে

প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা সব সময় মাথায় রেখেই কাজ করে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার এনে চমকে দেয় হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এক বড়সড় পরিবর্তন দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন ব্যবহারকারীরা। অ্যাপের কালার স্কিমে পরিবর্তন দেখা গিয়েছে। যেটা আগে ছিল ট্র্যাডিশনাল ব্লু। তবে এখন দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের কালার স্কিম ভাইব্র্যান্ট গ্রিন হয়ে গিয়েছে। কিন্তু কালার স্কিমে এহেন আকস্মিক পরিবর্তন ব্যবহারকারীদের বিভ্রান্তিতে ফেলেছে। এমনকি তারা এই আকস্মিক পরিবর্তনের কারণও হাতড়ে বেড়াচ্ছেন। হোয়াটসঅ্যাপের গ্রিন থিম নিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্তি : অ্যাপে লগ-ইন করার পরই একাধিক ব্যবহারকারী নতুন গ্রিন থিম দেখে অবাক হয়েছেন। এমনকী পরিবর্তিত এই কালার স্কিম দেখে অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ। বিভিন্ন প্ল্যাটফর্মে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জমা পড়ছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে হোয়াটসঅ্যাপ সবুজ কেন হলো? হোয়াটসঅ্যাপের ভিজুয়াল অভিজ্ঞতাকে পুনর্গঠনের লক্ষ্যেই মূলত এই সবুজ থিম, যা আপডেট করলেই চলে আসছে। হোয়াটসঅ্যাপের পেরেন্ট কোম্পানি মেটা এই পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছে। এতে ব্যবহারকারীরা আধুনিক এবং আরও অ্যাক্সেসযোগ্য ইন্টারফেস পেয়ে যাবেন। এই আপডেট ধীরে ধীরে ব্যবহারকারীদের মধ্যে বিতরণ করা হবে। সেই সঙ্গে এটাও মনে রাখা জরুরি যে, কোনো অপ্ট-আউট বিকল্প পাওয়া যাচ্ছে না। ব্যবহারকারীরা পুরোনো নীল রং পছন্দ করুন কিংবা না করুন, তাদের শিগগিরই সবুজ থিমের ইন্টারফেসই ব্যবহার করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত