ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

অবন্তিকার আত্মহত্যা

বিচারের দাবিতে মানববন্ধন

বিচারের দাবিতে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্ত ও সুবিচারের দাবিতে শোক র‌্যালি ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শোক র‌্যালিটি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অবন্তিকার আত্মহত্যার পেছনের কারণ তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান। অবন্তিকার সহপাঠী সেতু পাল বলেন, আমরা কখনো ভাবিনি অবন্তিকার এমন হবে। যে সব সময় বলত, আত্মহত্যা কোনো সমাধান নয়। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। এ সময় বিভাগের শিক্ষার্থী তনিম বলেন, আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরকার আলী আক্কাস বলেন, আমি আমার ৩৪ বছরের শিক্ষকতার জীবনে, অনেক ঘটনা দেখেছি কিন্তু অবন্তিকার মৃত্যু অত্যন্ত কষ্টের। তার চলে যাওয়া শুধু পরিবারের ক্ষতি নয়, রাষ্ট্রের ক্ষতি। সে অনার্স শেষ করেছে। সে বিচারক হতে পারত। রাষ্ট্রের কাছে দাবি তার আত্মহত্যার পিছনে কারণ বের করে, দ্রুত ব্যবস্থা করা হোক। প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার হোক। দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে আর কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। মানববন্ধনে বিভাগের শিক্ষক আহমদ ইহসানুল কবির বলেন, আমার সঙ্গে তার সপ্তাহে তিন দিন ক্লাসে দেখা হতো। ক্লাসে সে অ্যাক্টিভ ছাত্রী ছিলো, মেধাবী ছাত্রী ছিলো। এক সময় এই মেধা বিকশিত হতো। আমরা একটি নক্ষত্রকে হারিয়েছি। আমি বিভাগের ছাত্র উপদেষ্টা। আমরা চেষ্টা করেছি তাকে মানসিক শক্তি দিতে। একাধিকবার সতর্ক করেছি। হয়তো শেষ পর্যন্ত অবন্তিকা তার সমস্যাগুলো জানায়নি। জানালে, আমরা ব্যবস্থা নিতে পারতাম। আমি তদন্ত কমিটিকে আমার বক্তব্য দিয়েছি। আশা করি আমরা ন্যায়বিচার পেতে সক্ষম হবো। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরাও শোক র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত