ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

দ্বাদশ সংসদ নির্বাচন

ব্যয়ের হিসাব দিতে দলগুলোকে ইসির নির্দেশ

ব্যয়ের হিসাব দিতে দলগুলোকে ইসির নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ভোটের ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নির্বাচন সমাপ্ত হওয়ার ৯০ (নব্বই) দিনের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিল করার বিধান রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিলের জন্য নির্দেশনা প্রদান করেছেন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯টি দল অংশ নিয়েছে। ইসির নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি। আইন অনুযায়ী, ভোটে ব্যয়ের হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা আছে ইসির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত