পুলিশি অভিযান
কুড়িগ্রাম ও চাঁদপুর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কুড়িগ্রামের ফুলবাড়ী ও চাঁদপুর থেকে ১৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আমাদের ফ্লুবাড়ী প্রতিনিধি জানান কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল অ্যাসকাপ সিরাপসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এসআই ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ গতকাল ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী এলাকার মাদক কারবারি আনোয়ার হোসেনের (৫৩) বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৪৮ কারবারি ওই এলাবার প্রয়াত মোহাম্মদ আলীর ছেলে।
অন্যদিকে গতকাল দুপুর দেড়টায় উপজেলার আটিয়াবাড়ী লাল স্কুলের সামনে থেকে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কাররি রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রুহুল আমিন হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর কদমতলা বুড়াটারীর এলাকার প্রয়াত আনছার আলীর ছেলে। ফ্লুবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে চাঁদপুর প্রতিনিধি জানান : চাঁদপুরে রেজাউল শেখ (৩৭) নামের মাদক কারবারি কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গতকাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রেজাউল শেখ কে জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে। দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে ক্রয়-বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমের তত্ত্বাবধানে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস দল গতকাল ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনে মাদক অভিযান চালায়। এ সময় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার মূল্য ৮০ হাজার টাকা। পরে তাকে গাঁজাসহ থানায় নিয়ে যায় পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।