ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

গবেষণা

২১ শতকে বিশ্বের প্রায় সব দেশে জন্মহার কমবে

২১ শতকে বিশ্বের প্রায় সব দেশে জন্মহার কমবে

২১ শতকে বিশ্বের প্রায় সব দেশেই জন্মহার কমবে। তবে যে কয়েকটি দেশে জন্মহার স্বাভাবিক থাকবে তার বেশিরভাগই উন্নয়নশীল দেশ। গত সোমবার ল্যানসেট প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণাপত্রে সতর্ক করা হয়েছে, ২১০০ সালের মধ্যে বিশ্বের প্রায় কোনো দেশেই জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির জন্য ফার্টিলিটি রেট যথেষ্ট থাকবে না। ফলে বিশ্বের ২০৪টি দেশের মধ্যে ১৯৮টির জনসংখ্যাই হ্রাস পাবে। সে সময় বিশ্বে যে সব শিশু জন্ম নেবে তাদের মধ্যে প্রতি দুইজনের একজনই জন্মাবে সাব-সাহারান আফ্রিকায়।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে, সেসব দেশ হলো সোমালিয়া, টোঙ্গা, নাইজার, চাদ, সামোয়া এবং তাজিকিস্তান। শুধু এই অঞ্চলগুলোতেই জন্মহার স্বাভাবিক থাকবে।

তবে গবেষণাটির সহ-প্রধান লেখক এবং আইএইচএমই-এর ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক অস্টিন ই শুমাখার সতর্ক করে বলেছেন, ‘সর্বোচ্চ ফার্টিলিটি রেটসহ সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি বা সম্ভাব্য মানবিক বিপর্যয়ের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঝুঁকিগুলোর মোকাবিলা করা।’

১৯৫০ থেকে ২০২১ সালের মধ্যে করা সমীক্ষা, আদমশুমারির তথ্য এবং সংগৃহীত বিভিন্ন তথ্য ও অন্যান্য উৎসের ওপর ভিত্তি করে এই গবেষণাটি করা হয়েছে। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ, ইনজুরি এবং রিস্ক ফ্যাক্টরস স্টাডির অংশ হিসেবে এই গবেষণাটি করা হয়। ১০ বছর দীর্ঘ এই গবেষণায় ১৫০টি দেশের ৮ হাজারেরও বেশি বিজ্ঞানী সহযোগিতা করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত