ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরায় পুলিশের অভিযান

১০০ মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

১০০ মোবাইল ফোন ও টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে খোয়া যাওয়া ৩ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে স্বীয় মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা গত বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই অশোক কুমার।

পুলিশ সুপার এ সময় বলেন, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য ১৫ লাখ টাকা। এছাড়া বিকাশে খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। আগামীতেও এ সেবা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত