হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
সিরাজগঞ্জে প্রভাবশালীর ছত্রছায়ায় মাটি কাটা হচ্ছে, রাতের আঁধারে
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া বেড়িবাঁধ এলাকার যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে রাতের আঁধারে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি-বর্গের নেতৃত্বে একটি চক্র মাটি কেটে নিয়ে তা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের মাটি কাটার কারণে গত বছর যমুনার ঘূর্ণাবর্তে বেড়িবাঁধে ধ্বস নামে। সরকার কোটি কোটি টাকা ব্যয়ে ওই বেড়িবাঁধটি এখন সংস্কার করছে। স্থানীয়রা বলছেন, একদিকে সংস্কার অন্যদিকে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। মাটি কেটে নেয়া হলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। অবিলম্বে এ অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। উপজেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছিল। এ কারনে সময় পরিবর্তন করে হয়তো রাতের আঁধারে এখন মাটি কাটা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।