ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রাঙামাটি মারী স্টেডিয়াম রাঙাবে এবারের সাংগ্রাই জল উৎসব

মাসসের উদ্যোগে নানা আয়োজন
রাঙামাটি মারী স্টেডিয়াম রাঙাবে এবারের সাংগ্রাই জল উৎসব

এবারের বাংলা বর্ষবরণকে স্মরণীয় করে রাখতে সাংগ্রাই জল উৎসবের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে রাঙামাটি শহরের ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামকে। আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়, এই প্রতিপাদ্যে আগামী ১৬ এপ্রিল পার্বত্য চট্টগ্রামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলউৎসবকে ঘিরে সবচেয়ে বেশি জমায়েত করার প্রত্যাশা ও পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে প্রতি বারের ন্যায় এবারও মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) নানা আয়োজনের উদ্যোগ নিচ্ছে। এবারের জল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। উদ্বোধক থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। গেষ্ট অব অনার থাকবেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সংরক্ষিত মহিলা এমপি জ্বরতী তংচঙ্গা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ রাঙামাটির বিশিষ্টজনরা।

আয়োজক সংস্থা মারমা সংস্কৃতিক সংস্থা (মাসস) এর সুত্রে জানা গেছে, রাঙামাটির মারী স্টেডিয়ামে এবার কেন্দ্রীয়ভাবে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় এ অনুষ্ঠানের উদ্বোধন হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত