ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে আগুন, নিহত ১

টাঙ্গাইলে মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতে আগুন, নিহত ১

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার জোকার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহত আ. রহিম (৩০) রংপুর উপজেলার বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী লরি ও উত্তরবঙ্গ থেকে আসা কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুই গাড়িতেই আগুন ধরে যায়।

এ ঘটনায় দুইজন আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আ. রহিমের মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত