ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফের গহিন পাহাড়ে বয়স্ক হাতির মরদেহ

টেকনাফের গহিন পাহাড়ে বয়স্ক হাতির মরদেহ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে প্রায় ৭০ বছর বয়স্ক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার গহীন পাহাড়ে দেখা মিলে এই মৃত হাতির। কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন বিভাগের কর্মীরা বাগান পরিদর্শনে গিয়ে হাতির মরদেহ দেখতে পায়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। যে হাতিটির মরদেহ পাওয়া গেছে তা পুরুষ এবং প্রায় ৭০ বছর বয়স্ক। প্রাথমিক ধারণা মতে বয়স্ক হওয়ায় বার্ধ্যকজনিত কারণে হাতিটির মৃত্যু হয়ে বলে মনে হচ্ছে। তারপরও ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করে হাতিটি মাটিতে পুঁতে দেয়ার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরিও করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যু মূল কারণ জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত