ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ

আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার

আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রবেশের ঘটনায় দ্বিতীয় দিনের মতো গতকাল অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে আন্দোলনে নামেন তারা। গতকাল আগের দিনের পেশ করা দাবি-দাওয়া সংশোধন করে ছয় দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

দুপুর সাড়ে ১২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আমরা সকাল ১১টায় বুয়েট শহীদ মিনারের সামনে নতুন দাবি (সংশোধিত) জানিয়েছি। আমরা এই মুহূর্তে ওই দাবিতেই অটল থাকবো, আমাদের আর কোনও নতুন দাবি নেই। এই দাবিগুলোর সঙ্গে আমরা উপস্থিত সবার গণস্বাক্ষর নিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। আমরা দেখি আমাদের স্যার আমাদের সঙ্গে পরবর্তীতে কথা বলতে চান কিনা, কোনো আপডেট দিতে চান কিনা। আমরা এখনো জানি না। আমরা আবেদনপত্র জমা দিয়ে এসেছি এবং এখনো পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। আমরা দাবির বাস্তবায়ন চাই এবং দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখবো। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আজকের কর্মসূচি হচ্ছে সকাল ৭টায় শহীদ মিনারের সামনে জড়ো হওয়া। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল সকাল ৮টায় বুয়েটের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আগের ছয় দফা দাবি সংশোধন করে উপস্থাপন করেন গণমাধ্যমের সামনে। এসময় তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার দাবি করেন। ‘সংশোধিত দাবি’র বিষয়ে লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা গত ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশে নিরাপত্তার অভাব বোধ করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত