ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় সরকারি রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আশুলিয়ায় সরকারি রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আশুলিয়ায় সরকারি একটি চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে স্থাপণা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে স্থাপনা সরিয়ে নিতে মৌখিকভাবে বললেও তা সরিয়ে নেয়নি। ফলে ওই ঘটনায় এলাকাবাসরি পক্ষ থেকে এক ভুক্তভোগী সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল দুপুরে সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল বরাবরে সাইদুর রহমান নামের এক ভুক্তভোগী লিখিত অভিযোগটি দেন।

ভুক্তভোগী সাইদুর রহমান জানান, আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত ৮নং ওয়ার্ডের গোহাইলবাড়ী মৌজাস্থিত কোনাপাড়া এলাকায় ১৭ শতাংশ জমি রয়েছে তার। ওই জমিসহ আশপাশের মানুষের চলাচলের একমাত্র সরকারি ১২ ফিট একটি রাস্তা রয়েছে। রাস্তার মাথার দুটি প্লটের মালিক তিনি। কিন্তু তিনি ঢাকায় অবস্থান করার সময় আলমগীর হোসেন নামের এক ব্যক্তি পাশের প্লটের মালিক বাড়ি করার জন্য রাস্তার ওপর ঘরের ভিম করতে থাকেন। কিন্তু জনসাধারণের চলাচলের একমাত্র সরকারি রাস্তার ওপর বিল্ডিংয়ের ভিম করার প্রায় ১০ ফিটের মতো দখলে নিয়েছেন তিনি। যার কারণে ওই রাস্তার মাথার প্লটের মালিকরা তাদের প্লটে যেতে পারছেন না। এতে চরম বিপাকে পড়েছে তারা। দীর্ঘদিন হলেও তা সরিয়ে নেননি তিনি। তবে বিষয়টি নিয়ে একাধিকবার বসা হলেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল বরাবরে লিখিত অভিযোগ দেন তিনি।

এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত আলমগীর হোসেনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি আশুলিয়া রাজস্ব সার্কেল আশরাফুর রহমান জানান, এ ঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত