ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

জাবির হল কক্ষে হেরোইন সেবনরত দুই ছাত্র আটক

জাবির হল কক্ষে হেরোইন সেবনরত দুই ছাত্র আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলের কক্ষে হেরোইন সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থীকে আটক করেছে হল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শহীদ সালামণ্ডবরকত হলের ‘বি’ ব্লকের ১৩৫ নম্বর কক্ষ থেকে হেরোইন সেবনকালে হাতেনাতে আটক হয়েছেন তারা। গতকাল সকালে শহীদ সালামণ্ডবরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু আলোকিত বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী বশির আনজুম অর্নব এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া ওরফে রিফাত। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী।

অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, হলের ‘বি’ ব্লকের ১৩৫ নম্বর কক্ষে হেরোইন সেবন চলছে। তখন হলের আবাসিক শিক্ষকদের নিয়ে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে হাতানাতে আটক করা হয়।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে দুজনের মধ্যে একজন হেরোইন সেবনের কথা স্বীকার করেছে। ডোপ টেস্ট করার জন্য তাদের নমুনা সংগ্রহ করেছি।

তবে ঘটনার পরের দিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিব।’

এর আগে, অর্নবের বিরুদ্ধে বহিরাগত এক যুবককে অপহরণ করে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে তাকে বহিরাগত এক সহযোগীসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত